Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ৫০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান

MEHADI HASAN
সেপ্টেম্বর ২১, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। লোহাগড়া পৌরসভার উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আর্থিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া-লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৫০ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল বিতরণ করেন। লোহাগড়া পৌর মেয়র মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কে, এম রেজাউল ইসলাম, পৌর সচিব মোঃ তফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া,মোঃ আনিসুর রহমান, কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন তাঁর বক্তব্যে বলেন, সরকার নারী ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । গ্রাম পর্যায়ে তা বাস্তবায়ন করছে। পৌর মেয়র মোঃ আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষার্থীদের গুরুত্বের সাথে দেখেন। সাইকেল বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের প্রতি জননেত্রী শেখ হাসিনার আশির্বাদ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।