Nabadhara
ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া উপজেলায় ক্রেইন প্রকল্পের উপকারভোগীদের মাঝে কৃষি উপকরন বিতরনের উদ্বোধন

MEHADI HASAN
সেপ্টেম্বর ২২, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

কচুয়া উপজেলায় ৭টি ইউনিয়নে ৪৬৫৮জন উপকারভোগী নির্বাচিত করে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিত্য়া “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)” এর উদ্যোগে উপকারভোগীদের বসত বাড়ির আঙ্গিনায় উন্নত সবজী চাষ ও হাঁস,মুরগী পালনের লক্ষ্যে এক প্রশিক্ষন গত ১৮ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার প্রশাসন মিলনায়তন সহবিভিন্ন প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে ২২ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাড়ীপাড়া ইউনিয়নের মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজে উপকারভোগী পরিবারের মাঝে কৃষি উপকরন সহায়তা বিতরনের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বাগেরহাট মোহাম্মাদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এই কৃষি উপকরন বিতরনের উদ্ধোধন করেন। পর্যায়ক্রমে কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নের ৪৬৫৮ জন উপকারভোগীর মাঝে কৃষি উপকরন সহায়তা (সীম, মুলা, বেগুন, লাউ, চালকুমড়া বীজ,মিষ্টি আলুর লতা,২টি পেপে,১টি আমড়া,১টি পেয়ারা চারা,১৫কেজি কেঁচো কম্পোষ্ট সার)বিতরন করা হবে। জেজেএস এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। তিনি বলেন, কৃষি উপকরন উপকারভোগীদের পরোক্ষভাবে পুষ্টির চাহিদা পূরনের পাশাপাশি আর্থিক অবস্থার স্বচ্ছলতা ফিরিয়ে আনে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইসমাইল হোসেন,কনসার্ন ওয়ার্ল্ড ্ওয়াইডের প্রোগ্রাম ডাইরেক্টর গ্রেটা ফিটজারল্ড,কনসোর্টিয়াম ম্যানেজার মোঃ ইমরানুল হক, ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার সাইফ মঞ্জুর আল ইসলাম,রুপান্তর এর কর্মকর্তা তাসলিম টংকর, উপজেলা সমন্বয়কারী মোসাঃ মাহ্ফুজা আক্তার মনি।এছাড়া ও কনসার্ন ওয়ার্ল্ড ্ওয়াইড,ওয়াটার এইড,রুপান্তর,জেজেএস এর কর্মকর্তাবৃন্দ,মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের অধ্যক্ষ, সাংবাদিকবৃন্দ, পুলিশ প্রশাসন, উপকারভোগীরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে জেলা প্রসাষক কৃষি উপকরন বিতরন করেন। উল্লেখ্য, বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিতায় (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উপকারভোগী পরিবারের মাঝে কৃষি উপকরন সহায়তা বিতরন কার্যক্রম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।