Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় দুমকিতে পলিথিন বর্জ্য পরিষ্কার করলেন দুই যুবক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দুই স্থানীয় যুবক।

উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ধোপারহাট বাজারে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নিজ হাতে পরিষ্কার করে পুড়িয়ে ফেলেছেন তারা।

স্থানীয় তরুণ নান্নু মৃধা ও রাসেল মোল্লা। তাদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে।

উদ্যোক্তারা জানান, ধোপারহাট বাজারে ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক বোতল যত্রতত্র ফেলার কারণে তা বৃষ্টির পানির সাথে ড্রেন হয়ে পার্শ্ববর্তী ফসলি জমি ও জলাশয়ে গিয়ে পড়ছে। এর ফলে ফসলি জমির উর্বরতা হ্রাস পলিথিন মাটিতে পচে না বলে চাষাবাদের ব্যাপক ক্ষতি করছে ও প্লাস্টিক বর্জ্য খাল-বিলে মিশে মাছের প্রজনন ও বসবাসের পরিবেশ নষ্ট করছে।

উদ্যোগের বিষয়ে নান্নু মৃধা ও রাসেল বলেন, আমরা দেখি প্রতিনিয়ত বাজারে পলিথিন ও প্লাস্টিকের পরিমাণ বাড়ছে, যা আমাদের কৃষিজমি ও মাছের মারাত্মক ক্ষতি করছে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতেই আমরা নিজস্ব উদ্যোগে এসব বর্জ্য সংগ্রহ করে নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছি।

এলাকাবাসী জানান, যুবকদের এমন সচেতনতামূলক কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের এই কাজের ফলে বাজারের পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা পাবে নিকটস্থ ফসলি জমিগুলো। অনেকেই মনে করছেন, এই দুই যুবকের কাজ দেখে সমাজের অন্যান্য তরুণরাও পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।