নবধারা ডেস্ক
দৈনন্দিন জীবনে অল্প কিছু ছোট আমল নিয়মিত পালন করলে মানুষের জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয়ে ওঠে। ইসলামের দৃষ্টিতে ছোট ছোট আমলও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, যদি তা নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে করা হয়।
প্রতিদিন ফজরের নামাজের পর অল্প সময় কুরআন তিলাওয়াত করা একটি গুরুত্বপূর্ণ আমল। এতে মন শান্ত থাকে এবং দিন ভালোভাবে শুরু হয়। একই সঙ্গে সকালে ও সন্ধ্যায় দোয়া ও যিকির করলে বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে ধর্মীয় আলেমরা মনে করেন।
খাবার শুরুর আগে ‘বিসমিল্লাহ’ বলা এবং শেষে আল্লাহর শুকরিয়া আদায় করাও ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ আমল। এছাড়া মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা, সালাম দেওয়া এবং ভালো ব্যবহার করাও ইবাদতের অংশ।
দিনে অন্তত একবার হলেও বাবা-মায়ের খোঁজ নেওয়া, কারও উপকার করা বা কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা করাও গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত। রাতে ঘুমানোর আগে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া ও পরের দিনের জন্য ভালো নিয়ত করাও সুন্নত আমল।
ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, এসব ছোট আমল নিয়মিত অভ্যাসে পরিণত হলে ব্যক্তি ও সমাজ—দু’টিরই কল্যাণ সাধিত হয়।

