ফেমাস রহমান, নবধারা ডেস্ক
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) হিজরি সনের ১২ রবিউল আউয়াল। সকলের কাছে এইদিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পরিচিত । ৫৭০ খ্রিস্টাব্দের আজকের এই দিনে ( ১২ ই রবিউল আউয়াল) মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। অন্ধকারে নিমজ্জিত আরবের মক্কায় মা আমিনার কোল আলোকিত করে ভূমিষ্ট হোন হজরত মুহাম্মদ (সাঃ)। ওই সময় আরবের মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। আরবের সকল জায়গা বিশৃঙ্খলা চলছিল। এসময়কে “আইয়ামে জাহিলিয়াত’র যুগ বলা হতো।
এই অন্ধকার যুগে আলোর পথ দেখাতে মহান আল্লাহ মহানবী (সাঃ) কে পথ প্রদর্শক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে হজরত মুহাম্মদ (সা.) ছিলেন প্রস্তরকঠিন; কিন্তু ক্ষমা ও দয়ায় ছিলেন পানির মতো সরল। তার প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।