Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফিডিং কর্মসূচি বিরামপুরে ১০ হাজারের বেশি শিক্ষার্থী পাচ্ছে পুষ্টিকর খাবার

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফিডিং কর্মসূচি।

রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কবুতর উড়িয়ে ও ফিতা কেটে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আল সিরাজ।

প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন দিনাজপুর ইএসডিও’র জোনাল ম্যানেজার হাসান আলী এবং বিরামপুর উপজেলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা সুলতানা নীলা বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির কোনো বিকল্প নেই। এই ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে এবং পড়াশোনার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার সরবরাহ করা হবে।

এর মধ্যে-রবিবার: রুটি ও ডিম, সোমবার: রুটি, মঙ্গলবার: কলা, বুধবার: রুটি ও ডিম, বৃহস্পতিবার: রুটি ও ডিম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১১,৯৭৬ জন শিক্ষার্থীর মধ্যে শতকরা ৯০ শতাংশ, অর্থাৎ ১০,৭৭৮ জন শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিরামপুর উপজেলায় ২৯ জন উদ্যোক্তা, ২ জন প্রোগ্রাম সুপারভাইজার এবং ১ জন উপজেলা কো-অর্ডিনেটর নিয়োজিত রয়েছেন।

প্রতিদিন সকাল ১১টার মধ্যে বিদ্যালয়গুলোতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, রংপুর বিভাগের ৮টি জেলার ২২টি উপজেলায় এ ফিডিং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত উপজেলাগুলো হলো— বিরামপুর, বিরল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও কাহারোল। কর্মসূচির মূল সরবরাহকারী হিসেবে কাজ করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, ইএসডিও এর শাখা ব্যবস্থাপক আল মামুন সবুজ,হিসাবরক্ষক শফিউল ইসলাম মুরাদ,শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক দল বিরামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিরামপুরের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টিঘাটতি কমবে, বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের জন্য সমান শিক্ষাসুযোগ নিশ্চিত হয়ে প্রাথমিক শিক্ষায় পুষ্টি ও মানবিক উন্নয়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।