Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সংবর্ধনা সাংবাদিক আলমগীর কবিরকে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশে অবিচল থাকার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আলমগীর কবিরকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব।

ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাব ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের পক্ষ থেকেও সাংবাদিকতায় সততা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য তাকে সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক আলমগীর কবির বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু পেশা নয়—এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। এই সম্মাননা আমাকে আরও সাহসী ও দায়িত্বশীলভাবে মানুষের কথা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সাংবাদিক আলমগীর কবির একজন নিষ্ঠাবান, নির্ভীক ও জনবান্ধব সাংবাদিক। চাপ ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সত্য প্রকাশে তার অবস্থান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহারিয়ার হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ ইমরান হোসেন প্রিন্স এবং কাজী জসিম উদ্দিন কাকুল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আলমগীর কবিরের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।