Nabadhara
ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কারচুপির অভিযোগে পরাজিত মেন্বার প্রার্থীর সংবাদ সম্মেলন

MEHADI HASAN
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী : 

চিতলমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬দিন পর কারচুপি ও নির্বাচন পরবর্তী সময়ে নানা হুমকি ধামকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত মেন্বার প্রার্থী কৃষ্ণপদ গাইন। শনিবার বিকালে উপজেলার সাবোখালি গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করে কৃষ্ণপদ গাইন বলেন,গত ২০ সেপ্টন্বর ইউপি নির্বাচনে চিতলমারী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আমার প্রতিদ্বন্ধি প্রার্থীর অনিয়মের প্রতিবাদ করায় মারামারি হয় এসময় আমার ৮/১০জন কর্মী আহত হয়। নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রতিদ্বন্ধি মেন্বার প্রার্থী ফুটবল প্রতীকের মোঃ বাপ্পী হোসেন পলাশের কর্মী ও সমর্থকরা জোর পূর্বক সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ফুট বলে সিল মেরে নেয়।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, মো. ফজলুল হক বিশ্বাস, রাজু বিশ্বাস ও রিপন গোলদারসহ সাধারণ ভোটাররা।
এ ব্যাপারে ফুটবল প্রতীকের মোঃ বাপ্পী হোসেন পলাশ বলেন, নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ। কোন সংঘর্ষ বা মারপিটের ঘটনা ঘটেনি। আমার বিপক্ষের লোকজন অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মজিদ জানান, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে কোন লিখিত কোন অভিযোগ আমরা পাইনি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।