মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কেঁপে ওঠা ঠান্ডায় মানুষ হাঁটতেও পারছেন না, ঠিক সেই সময়ে মানবতার উষ্ণ আলোর প্রতীক হয়ে এলেন দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান ও পুলিশ কর্মকর্তা মো. কাইয়ুম। তাঁর উদ্যোগে চার শতাধিক অসহায় মানুষের বুকের শীত দূর হলো, মুখে ফুটে উঠল উষ্ণ হাসি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে কম্বল বিতরণ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান তিনি।
কম্বল হাতে পেয়ে হাসিমুখে কয়েকজন বলেন— “আজ সত্যিই খুব আনন্দ হলো। এত কষ্টের দিনে পুলিশের কর্মকর্তা এমন ভাব দেখালেন, খুব ভালো লাগল।”
“শীতের মধ্যে এতটা উষ্ণতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হলাম।”
মো. কাইয়ুমের ভাই হুমায়ুন কবির বলেন, “আমার ভাইয়ের এই মানবিক উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত সকলের—তার মতো মানুষের কারণে সমাজে ভালোবাসা ও মানবিকতা জেগে থাকে।”
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম বলেন, “মো. কাইয়ুমের এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। অসহায়দের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মহান মানসিকতার পরিচয়। আমাদের প্রত্যেকের উচিত তার থেকে শিক্ষা নিয়ে সমাজে সহমর্মিতা ছড়িয়ে দেওয়া।”
কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলছেন, মো. কাইয়ুম এর আগেও বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মানবিকতায় অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষও সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হয়েছেন।
শীতের কনকনে রাতে এই মানবিক উদ্যোগ শুধু কম্বল বিতরণ নয়, এটি ছিল ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার উষ্ণতার প্রতীক—যা হতদরিদ্র মানুষের মনে দীর্ঘক্ষণ স্মৃতি হয়ে থাকবে।

