মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
“প্রযুক্তি ও মানবতায় কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার।
এছাড়াও বক্তব্য দেন খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এএসএম রাকিবুল হাসান, স্থানীয় সংবাদকর্মী এবং সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগীরা।
আলোচনায় বক্তারা সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা বিস্তার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

