সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামো পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা অনিয়মের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম), ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, এসআই অভিজিৎ, এসআই মো. জহিরুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ প্রশাসন জানায়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন, গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

