Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে অবাধ নির্বাচনের লক্ষ্যে পুলিশের ভোটকেন্দ্র পরিদর্শন

সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে শনিবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামো পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা অনিয়মের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম), ওসি (তদন্ত) আরিফ উল্লাহ, এসআই অভিজিৎ, এসআই মো. জহিরুলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ প্রশাসন জানায়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন, গোয়েন্দা নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।