মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বিরামপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। তিনি তাঁর বক্তব্যে সমাজ সেবা বিভাগের পক্ষ থেকে মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদানের কর্মপরিধি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শাহরিয়ার পারভেজ, উপজেলা নির্বাচন অফিসার জোবায়ের হোসেন, বিরামপুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, ল্যাম্ব বিরামপুরের টেকনিক্যাল কর্মকর্তা রতন দাস প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সমাজসেবা অধিদফতরের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সমাজে সমতা ও ন্যায়ভিত্তিক কল্যাণ নিশ্চিত করতে সমাজসেবার ভূমিকা অনস্বীকার্য। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন এনজিও ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপকারভোগী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

