Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আহমদ-উল্লাহ, সম্পাদক নূর জামান

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খানসামা উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক সমাবেশ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খানসামা উপজেলা শাখার আহ্বায়ক কামিনী কান্ত কোয়ালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. রশিদুল ইসলাম এবং সদস্য মো. আবু তাহের চৌধুরী, মো. লতিফুর রহমান ও মো. আনিসুজ্জামান।

বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সহকারী শিক্ষকদের অধিকার রক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ-উল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ভাবকি ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জামান এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক এবং প্রচার সম্পাদক হিসেবে সোহেল চৌধুরী নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর সভাপতি আহমদ-উল্লাহ বলেন, “সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

সাধারণ সম্পাদক নূর জামান বলেন, “এই সংগঠন শুধু একটি কমিটি নয়, এটি সহকারী শিক্ষকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল শিক্ষকের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা হবে। শিক্ষক কল্যাণে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।