Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে গরু চোরাই চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গরু চোরাই চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে চুরি হওয়া ছয়টি গরুও উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত একটি সক্রিয় সিন্ডিকেটের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালপুর টিটিসি ভবনের পাশের এলাকার বাসিন্দা ও গরু চোরাই চক্রের মূল হোতা জয়নাল (৪২), মহাসিন (৪৮), বাজড়ার ইয়াদ আলী (৪৭), সাদ্দাম (৪২) এবং আলফাডাঙ্গা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫৩)।

 

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন,“একাধিক গোপন তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে একটি সংঘবদ্ধ গরু চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় সক্রিয় ছিল। পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

তিনি আরও বলেন,“গরু চোরাইসহ যেকোনো সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।