মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলায় প্রায় ১৫০ জন ভিডিপি সদস্য ও সদস্যাগণসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভিডিপি দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান, জেলা কমান্ডেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে দাঁড়াতে ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদান জাতির জন্য গর্বের।
এছাড়াও অনুষ্ঠানে আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত থেকে দিবসটির সফলতা কামনা করেন। উপস্থিত সকলের সম্মিলিত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
উল্লেখ্য, প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে ভিডিপি দিবস পালন করা হয়, যার মাধ্যমে সদস্যদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমকে নতুন করে উজ্জীবিত করা হয়।

