নোয়াখালী প্রতিনিধি
কনকনে শীতে জবুথবু নোয়াখালী উপকূলীয় এলাকা সুবর্ণচর এলাকার দরিদ্র, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে সুবর্ণচর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে এলাকার মধ্যমবাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা এবং লিয়াকত খান জামে মসজিদ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ছেনমং রাখাইন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষগুলো এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

