মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ১১ দলের জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নির্বাচনি হলফনামায় তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। হলফনামায় আয়ের পরিমাণ ৯ লাখ টাকার পরিবর্তে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সারজিস আলম। সেখানে তিনি অভিযোগের ব্যাখ্যা দিয়ে জানান, এটি একটি অনিচ্ছাকৃত টাইপিং মিসটেক।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমাদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ লেখার ক্ষেত্রে একটি ভুল হয়েছিল। আমাদের আইনজীবী টাইপ করার সময় ভুলবশত ৯ লাখ টাকার জায়গায় ২৮ লাখ টাকা লিখেছেন। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল।’
তিনি আরও বলেন, ‘সেদিন জেলা প্রশাসক বিষয়টি উল্লেখ করেন এবং আইন অনুযায়ী সংশোধিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। পরে আমরা সংশ্লিষ্ট ভুল পাতাটি সংশোধন করে নতুন করে দাখিল করেছি, যা আইনগতভাবেই বৈধ।’
এসময় তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারা বলছে, নির্বাচনের আগে ও পরে আমাদের দেখে নেবে। তারা ক্ষমতা, পেশিশক্তি ও কালোটাকার দাপট দেখিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সারজিস আলম বলেন, ‘গত এক থেকে দেড় বছরে কেউ যদি আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারে, তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি তা মাথা পেতে নেব। তবে আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসেবে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়াবে, তাদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।’
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

