Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সুলতান জামান খান

গোপালগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সুলতান জামান খান (মাহমুদ)। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও জাতীয় তাতী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের সুক্তা গ্রামে।

 

এছাড়া মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামের পীর সাহেবের বাড়ি তার পৈতৃক নিবাস। মাহমুদ জাতীয়পার্টি দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেন । এখন পর্যন্ত জাতীয়পার্টির সাথেই রয়েছেন। তার প্রয়াত বাবা নুরুজ্জামান খান ছিলেন মুকসুদপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল । দাদা আব্দুল হামিদ খান রাজপাট ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন।

 

অ্যাডভোকেট সুলতান জামান খান (মাহমুদ) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন । তিনি এলাকার উন্নয়ন, শোষন, মাদক, চাঁদাবাজ , হামলা -হয়রানি মূলক মামলা মুক্ত এবং দলমতের উর্ধে উঠে একটি মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন ।

 

সুলতান জামান খান (মাহমুদ) বলেন, পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এ দেশের অবকাঠামো উন্নয়নের রূপকার ছিলেন। জন বন্ধু গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) এ দেশের সব ধরনের উন্নয়নের সহযোগী। জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। আমরা হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শকে ধারন করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।