গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব এম.মনসুর আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শত শত মুসল্লী শরীক হন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।
এসময় মোহাম্মদপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: আব্দুল্লাহ, সাবেক ইমাম মাওলানা মো: কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ এম.মনসুর আলী গত ২৮ সেপ্টেম্বর ভোররাত ৩.৪০ মিনিটে ঢাকার মহাখালিস্থ ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি গত ২ আগষ্ট করোনায় আক্রান্ত হন এবং ১৩ আগষ্ট ডিএনসিসি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।