Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিহত ভ্যান চালক মঞ্জু বেপারীর ছেলে মিনহাজ বেপারী ওরফে শামীম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে যাত্রী নামিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাড়ির কাছে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহত মঞ্জুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু বেপারী মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।