Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে শ্রীবরদী কাঁচা বাজার সংলগ্ন সড়কে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি তার বক্তব্যে দেশনেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের সভাপতিত্বে এবং শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, পৌরসভার সাবেক কাউন্সিলর সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা, ঔষধ ব্যবসায়ী রাসেল মিয়াসহ অন্যান্যরা।

এসময় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন বাজার থেকে সহস্রাধিক ব্যবসায়ী সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।