Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, দুটি বিভাগে ৮০ আসন

নওগাঁ প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে মোট ৮০টি আসনে ভর্তি দেওয়া হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ, বি ও সি—এই তিনটি ইউনিটের মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ও বিভাগভিত্তিক যোগ্যতা ও শর্তাবলি নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১২ জন, বি (মানবিক) ইউনিট থেকে ৮ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে, মোট ৪০ জন।

আইন বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১৬ জন, বি (মানবিক) ইউনিট থেকে ২০ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ৪ জন শিক্ষার্থী ভর্তি হবেন, মোট ৪০ জন। তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে দুটি বিভাগ চালুর অনুমোদন দেয়। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।