মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা ১২ দিন ধরে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধের পর সংশ্লিষ্ট শিক্ষা অফিসে বিল দাখিল করলে তা পুনরায় সমন্বয় করা হয়। তবে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তিন মাসের বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
সূত্র মতে, বিদ্যালয়ের তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ ৭ হাজার ৮৬৪ টাকা গত ৩০ ডিসেম্বর বিরামপুর উপজেলা শিক্ষা অফিস থেকে উত্তোলন করা হয়। তবে নির্ধারিত সময়ে বিল পরিশোধ না হওয়ায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
আজ সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষার্থীরা পানির সংকটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিদ্যালয়ে সাপ্লাই পানি না থাকায় অনেক শিক্ষার্থী আশপাশের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে, যা তাদের স্বাভাবিক শিক্ষা পরিবেশকে ব্যাহত করছে।
এ বিষয়ে বিরামপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে কথা বললে তিনি বলেন, “প্রধান শিক্ষকের অবহেলার কারণে শিক্ষার্থীদের প্রায় ১২ দিন বিদ্যুৎবিহীন অবস্থায় পাঠদান গ্রহণ করতে হচ্ছে।”
অন্যদিকে কেটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল হক জানান, “গত ৩০ ডিসেম্বর আমাকে তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ ৭ হাজার ৮৬৪ টাকা প্রদান করা হয়েছিল। আজ ১২ জানুয়ারি আমি মোট ১০ হাজার ১২ টাকা বিদ্যুৎ অফিসে জমা দিয়েছি। আশা করছি দ্রুত বিদ্যালয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু হবে।”
স্থানীয় অভিভাবকরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে দায়িত্বশীল তদারকির

