চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ্’র মাজারের পেছন থেকে মেহেদী হাসান জাহিদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। নিহত জাহিদ খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
জাহিদের পরিবারের দাবি, তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, এক নারীকে ঘিরে জাহিদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। গতকাল রাতের ঘটনা অনুযায়ী, কে বা কারা তাকে পিটিয়ে ওই স্থানে ফেলে যায়। নিহতের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

