Nabadhara
ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ক্রেইন প্রকল্পের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন

MEHADI HASAN
অক্টোবর ৪, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

ইউরোপীয়ান ইউনিয়ন এর সহায়তায় ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প কেইন এর আওতায় প্রকল্পের উপকারভোগীদের মাঝে উদয়পুর ইউনিয়নের গিরিশনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার(৪ অক্টোবর) দুপুর ১২ টায় সপ্তাহ ব্যাপী কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উক্ত কৃষি উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পুষ্টি মানব জীবনের জন্য একটি অপরিহার্য বিষয়, এর প্রয়োজনীয়তা ও অপরিসীম। পুষ্টি বিষয়ে আমাদের সকলকে আরো বেশী সচেতন হতে হবে। তিনি উপস্থিত উপকারভোগীদের বাড়ির আঙ্গীনায় অধিক পরিমানে শাক-সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টি নিশ্চিত করা ও আর্থিক উন্নয়ন করার জন্য সচেষ্ট হতে আহবান জানান।

সপ্তাহব্যাপী চলমান কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ৪০৫০ জন উপকারভোগীদের মাঝে প্রতিদিন সংশ্লিষ্ট ইউনিয়নের ৪টি পয়েন্টের মাধ্যমে এই কার্যক্রম বাস্ত বায়িত হবে। উপজেলার মোট ৭টি ইউনিয়নের ২৮টি পয়েন্টে ৪০৫০ জন উপকার ভোগীদের মাঝে সবজি বীজ, গাছের চারা ও জৈব সার বিতরণ করা হবে। এর ফলে উপজেলার সুবিধা বঞ্চিত ৪০৫০টি পরিবার তাদের পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ও আর্থিকভাবে সাবলম্বিতা অর্জনে সক্ষম হবে।

উল্লেখ্য, কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলা মোল্লাহাট, কচুয়া, মোংলা ও শরণখোলার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।