Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের উদ্যোগে ভেলুয়া বাজারে এ জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বাদল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং গণভোটের গুরুত্ব যথাযথভাবে অনুধাবন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক ও কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।