Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামা কিন্টারগার্ডেন বৃত্তিতে মেধা তালিকায় ৫০ শিক্ষার্থী

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা কিন্টারগার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এই সাফল্য শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের নিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত ১৬টি কিন্টারগার্ডেন বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ পরীক্ষায় পঞ্চম শ্রেণির মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় স্থান করে নিয়েছে ৫০ জন শিক্ষার্থী, যা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষাগত মানের প্রতিফলন বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।

মেধা তালিকায় সর্বাধিক ১৪ জন শিক্ষার্থী স্থান অর্জন করেছে রিলিফ পাবলিক মডেল স্কুল এন্ড কলেজ থেকে। এছাড়া অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১ জন, রয়েল স্টার স্কুল থেকে ৬ জন, উইনার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ৫ জন এবং মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে।

এছাড়া ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুল ও স্টুডেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজ থেকে ২ জন করে শিক্ষার্থী এবং সানরাইজ আইডিয়াল স্কুল, সোনার তরী মডেল স্কুল ও কাচিনীয়া আইডিয়াল স্কুল থেকে ১ জন করে শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে।

এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।