Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা, বরিশাল-৩ এ সিরাজুল ইসলামের গণসংযোগ

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরপরই বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার তিনি বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, দেশবাসী একটি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণে রাজনীতিতে ইতিবাচক ও কল্যাণমুখী পরিবর্তন আনতে চায়।

মাওলানা সিরাজুল ইসলাম আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, এ দেশের মানুষ বিকল্প ও নৈতিক রাজনীতির পথে হাঁটতে আগ্রহী।

গণসংযোগকালে স্থানীয় জনগণ ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান এবং আগামীর রাজনীতিতে ইসলামী নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।