শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিজন সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো: লিটন আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল,সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, এস,এস সাগর, শেখর ভক্ত প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।