Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলা নজিপুর বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টায় নজরুল বাস স্ট্যান্ড কোল চত্বর পার হয়ে সাপাহার রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। উপজেলা সদর নজিপুর পৌরসভার প্রাণকেন্দ্র চার মাথা বাসষ্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা গৃহিণী খাতিজা (২৭) এবং তার ৮ বছর বয়সী শিশু সন্তান ফাতেমা জান্নাত মারা যান। তবে ঘটনাক্রমে বেঁচে চান মোটর সাইকেলের চালক কাউসার (৩৪)। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, এ সময় মোটরসাইকেল চালক কাউসার নজিপুর থেকে মোটরসাইকেলযোগে (নিহত দুজন আরোহী) কে নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন।

পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।স্থানীয় দোকানদার ও বাসিন্দারা নজিপুর বাসস্ট্যান্ডের চত্বরের /চারমাথার চারিপাশে চার্জার, ভ্যান, সিএনজি প্রশস্ত রাস্তা দখল করে রাখার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাপারে দ্রুত পদক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।