Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ‌আলী আহম্মেদ শেখ

MEHADI HASAN
অক্টোবর ৮, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

 নবধারা প্রতিনিধিঃ

করোনার কারণে স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন আবারো হতে যাচ্ছে। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের নির্বাচন নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে।

তফসিল ঘোষণার আগেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন একাধিক প্রার্থী। নির্বাচনের প্রার্থী হিসেবে পরিচিত হতে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন দিবসের আগাম পোষ্টারসহ, ব্যানার ও ফেস্টুন সাটিয়েছেন। তাদের ব্যানার পোষ্টার, ফেষ্টুন ইত্যাদিতে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। ডুমুরিয়া ইউনিয়নের পাড়া – মহল্লা, চায়ের দোকান, মাঠ – ঘাট, হাট – বাজার সর্বত্র সাধারণ মানুষে মানুষে চলছে নির্বাচন নিয়ে সরগরম আলোচনা।

৫ নং ডুমরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আলী আহম্মেদ শেখ। প্রবীণ এই আওয়ামীলীগ নেতার ১৯৮৫ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ডুমরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ – সভাপতি এবং ২০১৪ সাল থেকে অদ্যাবধি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ – সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি পাকিস্তান আমলে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন , ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান , ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারকার্যে ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন।

তিনি ১৯৭০ সালে বি.কম পাশ করে কোনো চাকুরীতে যোগদান না করে আওয়ামীলীগ রাজনীতিকে নেশা ও পেশা হিসেবে গ্রহণ করে আজ পর্যন্ত দল পরিবর্তন না করে অনেক ত্যাগ স্বীকার করে একনিষ্ঠ ও নিঃস্বার্থভাবে অদ্যাবধি দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি একজন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব ( মুরুব্বী ) । তিনি অত্র ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন বিচারকার্যে অংশগহণ করে আসছেন । তিনি বিভিন্ন কলেজের গভর্নিং বডি , স্কুলের ম্যানেজিং কমিটি ও মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য / সভাপতির দায়িত্ব পালন করে আসছেন । তিনি বর্তমানে পাকুড়তিয়া পারঝনঝনিয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ।

আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করলে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা কার্যকর করে গণমানুষের আশা আকাঙ্খা পূর্নতা পাবে এমটিই মনে করেন ইউনিয়নের সাধারন মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।