Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

MEHADI HASAN
অক্টোবর ৮, ২০২১ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা । বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত লুৎফর রহমান মোল্লা চরকুশলী গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে।

লুৎফর রহমানের ছেলে সজিব মোল্লা জানান, আমার বাবার সাথে এলাকার কোন মানুষের শত্রুতা ছিলো না। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার থেকে আশ্রায়ণ কেন্দ্র এলাকার একটি দোকানে চা পান করতে যায়। এরমধ্যে কে বা কারা তার মেবাইলে কল করে ডেকে নেয়। রাত ১১ টার দিকে চরকুশলী গ্রামের রমজানের বাড়ির রাস্তার পাশে আমার বাবার লাশ পাওয়া যায়।

টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম সুলতান মাহমুদ নবধারা কে বলেন, লাশের মাথার পেছনে,মুখ মন্ডলে ও চোখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সিনটম দেখে মনে হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ( আজ) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।