মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনের এক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্র প্রদানের আবেদন করেছেন।
আবেদনকারী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নিজেকে দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে উল্লেখ করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, দিনাজপুর বরাবর লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, আগামী ২২ জানুয়ারি থেকে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রচারণাকালে ব্যক্তিগত নিরাপত্তার ঘাটতি অনুভব করছেন বলে তিনি আবেদনপত্রে জানান। সে কারণে নির্বাচনকালীন সময়ের জন্য একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদানের অনুমতি প্রার্থনা করেন।
আবেদনপত্রে আরও বলা হয়, তাঁর কাছে বর্তমানে কোনো আগ্নেয়াস্ত্র নেই। তবে তিনি আনসার ও ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত এবং অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত বলে দাবি করেন। প্রাপ্ত অস্ত্র শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহার করার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ধরনের আবেদন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাইয়ের আওতায় পড়ে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

