Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বৈচিত্র্যের মাঝেই ঐক্য—এটাই বাংলাদেশের শক্তি,সরস্বতী পূজা অনুষ্ঠানে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নবধারা ডেস্ক 
জানুয়ারি ২৩, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশ একটি অপরূপ বৈচিত্র্যের দেশ। জাতিগত ও ধর্মীয় এই বৈচিত্র্যের মাঝেই আমাদের প্রকৃত শক্তি নিহিত। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিকামী, সত্যনিষ্ঠ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।

শুক্রবার(২৩ জানুয়ারি)সকালে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সংহতি বজায় থাকবে। সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

সরস্বতী পূজা উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। কেউ নিজের খেয়ালখুশিমতো দেশের ক্ষতি করতে পারবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে আরও বলেন, বাংলাদেশসহ ভারত ও নেপাল এই পুরো অঞ্চলই ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। এ বৈচিত্র্য রক্ষা ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখাই আমাদের সবার দায়িত্ব।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর দাওয়া ছেরিংসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সরস্বতী পূজার আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।