Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ধানের শীষের নির্বাচনী  সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর -২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির টঙ্গীতে  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

এতে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি ও শরিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠের  সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার।

প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ছাড়াও কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার,বেনজির আহমেদ টিটু, মাহাবুবুল আলম শুক্কুর,জসীমউদ্দীন ভাট, আখতারুজ্জামান শুকুর,আরিফ হাওলাদার সরাফত হোসেন, বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর ২ আসনে ধানের শীষের জয়জয়কার। গাজীপুর  বিএনপি ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী প্রচার অভিযানে নেমেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুরের প্রতিটি আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করবেন।

তারা আরো বলেন, এই আসনে ধানের শীষের পক্ষে ৯১ এর মতো গনজোয়ার উঠেছে। ৯১সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক এম এ মান্নান বিপুল ভোটে জয় লাভ করে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র বিপুল ভোটে অধ্যাপক মান্নান নির্বাচিত হয়েছেন। এবার তারই যোগ্য সন্তান এম মঞ্জুরুল রনি ধানের শীষের কান্ডারী গাজীপুর ২ আসন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।