Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম অত্র মাদরাসায় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। ফাজিল ও কামিল পরীক্ষা বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসায় কেন্দ্র হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

কিন্তু সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রভাব খাঁটিয়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি তার শ্বশুর বাড়ি এলাকার বাট্টাজোড় কেআরআই মাদরাসায় বহাল রাখেন।

এরপর প্রশাসনকে পাশ কাটিয়ে খয়ের উদ্দিন মাদরাসার দাখিল পরীক্ষার কেন্দ্রটিও কেআরআই মাদরাসায় নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, আমাদের মাদরাসাটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভাল। সহজেই প্রশাসন ও শিক্ষার্থীরা মাদরাসায় যেতে পারেন।

তাই খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র বহালের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মাদরাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।