নবধারা ডেস্কঃ
অসুস্থ শ্বশুরের কাছে থাকতে জরুরি ভিত্তিতে গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তিনি পেলেন দুঃসংবাদ। সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) আজ দুপুরে পৃথিবী ছেড়ে চলে গেছেন।
সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগে বাধ্য হয়েই সাকিব রওয়ানা দেন যুক্তরাষ্ট্রে। কিন্তু সাকিব পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ।
মমতাজ আহমেদের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তার মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত হয়নি। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সিদ্ধান্ত নেয়া হবে।
শ্বশুরের মৃত্যুর দুই দিন আগে সোমবার মারা যান সাকিবের ফুফা ওমর আলী। তাকে মাগুরায় দাফন করা হয়েছে।