Nabadhara
ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

MEHADI HASAN
অক্টোবর ১১, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর গাজিপুর মহল্লার আঃ রহমান হাওলাদার বিরুদ্ধে তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই গৃহবধূ ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আঃ রহমান হাওলাদারের ছেলে আল আমিন এর ওই পুত্রবধূর সঙ্গে ৫ বছর পূর্বে বিয়ে হয়। এবং ৩ বছর পূর্বে তার ছেলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন, এবং তার প্রথম স্ত্রী (ভিকটিম) পিত্রালয়ে চলে যান। গত ৩ অক্টোবর থেকে ননদের অনুরোধে আবার শ্বশুর বাড়ীতে ফিরে এসে বসবাস শুরু করেন এবং শ্বাশুরী তার বাবার বাড়ীতে চলে গেলে গত ৮ অক্টোবর রাতে প্রতিদিনের ন্যায় তার সে তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়লে গভীর রাতে তার শ্বশুর আঃ রহমান (ফাঁকা বাড়ীতে) তাকে ধর্ষণের চেষ্টা চালায়,এসময় গৃহবধূর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে শ্বশুরের হাত থেকে রক্ষা পায় পত্রবধূ। পরের দিন (শনিবার রাতে) ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুর আঃ রহমান হাওলাদার এর বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির নবধারা কে বলেন, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়ছে। আসামী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।