কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নতুন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা গেছে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতের আধাঁরে এ ভাঙচুরের ঘটনা সংঘটিত হয়েছে।
এ বিষয়ে এলাকার স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা এ ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এ ঘটনার সঠিক ও সুষ্ঠ তদন্ত পূর্বক অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন।
এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান,এখনও লিখিত অভিযোগ হাতে পাইনি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

