মোঃএনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।
৩০ জানুয়ারি শুক্রবার রাত প্রায় সারে ৯টার মধ্যে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধরধরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
রেললাইনের উপরে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহের উপর দিয়ে দুটি ট্রেন চলাচল করেছে বলে জানা যায়। এরপর স্থানীয় লোকজন লাল পতাকা দেখিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে হাত পা ও শরীর বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে বোদা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক জানান, আনুমানিক ৯টার দিকে ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা এলাকায় স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ রেললাইনের উপরে পরে থাকার খবর পাই।
পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি, তবে বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

