Nabadhara
ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহাকবি মাইকেল মধুসূদনের আজ জন্মদিন

MEHADI HASAN
জানুয়ারি ২৫, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সবিতা রায়, বিশেষ প্রতিনিধিঃ

সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আজ ১৯৭ তম জম্মদিন। ১৮২৪ সালের ২৫ জানুয়ারী যশোর জেলার সাগর দাঁড়ি গ্রামের কপোতাক্ষ নদের তীরে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলা নবজাগরণ সাহিত্যের পুরধা ব্যক্তিত্ব বিশষ্ট কবি ও নাট্যকার মহাকবি খ্যাত মাইকেল মধুসূদন দত্ত ৬ হাজার মাইল দূরে বসেও শৈশবের স্মৃতিচারন করে লিখেছিলেন ” কপোতাক্ষ নদ”।

১৮৪৩ সালে খ্রিস্টানধর্ম গ্রহন করে ইংরেজী সাহিত্যে মনযোগ দেন,তার লেখা প্রথম ইংরেজী কাব্যগ্রন্থ “The Captive Ladie”. কিন্তু ইংরেজী সাহিত্যে কবিকে তেমন সফল করতে পারেনি। অবশেষে আবার বাংলা সাহিত্যে মন দেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত “মেঘনাদ-বধ ” মহাকাব্যটি বেশ আলোড়ন সৃষ্টি করে। বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক ‘শর্মিষ্ঠা’ ও লেখেন তিনি। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, তার অন্যতম কীর্তি যা বাংলা সাহিত্যে প্রহসনের যুক্ত করেছে। পদ্মাবতী,তিলোত্তমা সম্ভার কাব্য, চতুর্দশপদী কবিতা ইত্যাদি সহ বেশ কিছু কালজয়ী সাহিত্যের স্রষ্টা তিনি। মহাকবি মাইকেলে মধুসূদনের শেষ জীবন কেটেছে খুব দুঃখ কষ্টের মধ্য দিয়ে। হয়তো বিদেশী সাহিত্যের উপর অতিরিক্ত মোহ তাঁর সফলতার মুখ দেখতে অন্তরায় হয়েছিল।

জরাজীর্ণ, রোগ, শোকের শেষে তিনি ১৮৭৩ সালের ২৯ শে জুন আলীপুর জেনারেল হাসপাতালে কপর্দহীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭ তম জন্মদিনে নবধারা পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।