Nabadhara
ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অভিনব কায়দায় সেনা সদস্যের টাকা নিয়ে লাপাত্তা

MEHADI HASAN
অক্টোবর ১৩, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী:

বাগেরহাটের চিতলমারীতে অভিনব কায়দায় দিবালোকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে প্রতারক চক্র।আজ  ১৩ অক্টোবর বুধবার সকাল ১১ টায় চিতলমারী গোহাট মসজিদের পুকুর ঘাট থেকে ওই সেনা সদস্যের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় প্রতাকচক্র ।

উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট অফিসার হাজী মো. কেরামত শেখ জানান, বুধবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা সদর বাজারের অবস্থিত সোনালী ব্যাংক থেকে তিনি ২ লাখ টাকা উত্তোলন করেন। এ সময় তিনি মাছের আড়তে পাওনা ৪০ হাজার টাকা নিয়ে গোহাট সংলগ্ন দোকানে ঔষধ কিনতে যান। পেছন থেকে একজন তাকে জানায় আপনার কাপড়ে ময়লা লেগেছে। তিনি ময়লা পরিস্কার করার জন্য গোহাট মসজিদের পুকুর ঘাটে নামলে পেছন থেকে প্রতারক চক্র কৌশলে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগে তিনটি ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন জানান, বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রতারক চক্রের ব্যাপারে খোঁজ করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।