Nabadhara
ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া পৌরসভার অফিস সহায়ক কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

MEHADI HASAN
জানুয়ারি ২৫, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া পৌরসভার অফিস সহায়ক রাকিব শেখ (৩২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল রবিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব পৌরসভার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে। রাকিবের ভাগ্নে রাজুপুর গ্রামের আফরান শেখের ছেলে আজাদ শেখ(২২) ও হামালায় জখম হয়েছেন।

আহত রাকিবের ভাই রুবেল অভিযোগ করেন, লোহাগড়ার পোদ্দারপাড়া গ্রামের সন্ত্রাসী রহিমের নেতৃত্বে ধানাইড় গ্রামের লিয়ন, চাচাই গ্রামের দিপু মোল্যা, জয়পুর গ্রামের মহিবুর সহ ১০/১৫ জনে ধারালো অস্ত্র নিয়ে লোহাগড়া বাজারের স্বর্ণপট্টি এলাকায় রাকিবের উপর হামলা চালায়।

রাকিব লিয়নের কাছে বাঁশ বিক্রির টাকা পেতো। টাকা চাইলেই তারা হামলা চালায়। হামলার পর স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।

পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। অপর আহত আজাদ শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান নবধারা কে জানান, “এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে। বিকাল সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট পষর্ন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।”

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।