Nabadhara
ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

স্বরুপকাঠীতে ক্রীষ্টাল মেথ  ও ২০০পীচ  ইয়াবা সহ কাউখালীর দুই মাদক ব্যবসায়ী আটক

MEHADI HASAN
অক্টোবর ১৬, ২০২১ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
 পিরোজপুরের স্বরুপকাঠী থানা পুলিশ ২০০পীচ ইয়াবা ও ১ গ্রাম ক্রীষ্টাল মেথ সহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে। স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে  নেছারাবাদ(স্বরুপকাঠী) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেনের নির্দেশে এস আই আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি এলাকায় থাকা মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ২০০ পীচ ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম ক্রীষ্টাল মেথ উদ্ধার করা হয়।
 ওসি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে সুব্রত শিয়ালী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী বাবুল মীর একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে ।
স্বরুপকাঠী থানার ওসি আবির মোহাম্মদ হোসেন নবধারা কে বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।