কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ভিভো মোবাইল সেট কোম্পানির ভিভো ব্যান্ডশপ উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ব্যান্ডশপ উদ্বোধন করেন।
এ সময় ভিভো মোবাইল সেট কোম্পানির এরিয়া সেলস ম্যানেজার মো: তাইজুল ইসলাম,এ্যাকটিভিটিস ম্যানেজার ইয়াছিন হোসেন রনি, টেরিটরি সেলস অফিসার শাহিন আহম্মেদ, এডভোকেট তাইজুল ইসলাম, একে ইন্টান্যাশনালের সত্ত্বাধিকারী একে ফারুক হাসান উপস্থিত ছিলেন।
একে ফারুক হাসান বলেন, আমার প্রতিষ্ঠানের অধিনে এ ব্যান্ডশপটি পরিচালিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।