Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সুপারের মতবিনিময়

Bayzid Saad
অক্টোবর ২১, ২০২১ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে সাম্প্রদায়িক ও সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে মসজিদের ইমাম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেনী- পেশার নের্তৃবৃন্দের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহামুদ হাসান, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মিসেস হেলেনা রেজা, বড়বাড়িয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা ফরিদ উদ্দিন , মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অলিপ সাহা প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মহাসিন আলী রেজা, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ।

এ সময় বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোন গুজবে কান না দেওয়ার জন্যও তিনি সকলের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি অরক্ষিত মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়ার ব্যাপারেও মন্দির কমিটিতে দ্রæত ব্যবস্থা নিতে বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।