Nabadhara
ঢাকাশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মাদকদ্রব্য সেবন ও জুয়া খেলার অপরাধে ৮ জনের জেল জরিমানা

MEHADI HASAN
অক্টোবর ২৩, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে হায়দার মোল্যার ছেলে ডালিম মোল্যা (২৪) ও চাঁদপুর গ্রামের মোকাম শেখের ছেলে বিল্লাল শেখ (৫৫) কে দেড় মাসের জেল প্রদান এবং জুয়া খোলার অপরাধে মহিষখোলা গ্রামের মৃত তাহাজ্জুত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৩), একই গ্রামের লিটন হোসেনের ছেলে মামুন হোসেন (২৩), আব্দুল্লাহ শেখের ছেলে আহম্মদ শেখ (২৪), বুড়িমারী গ্রামের কাসেম শেখের ছেলে নয়ন শেখ (২৬), যাদবপুর গ্রামের শফি আলী শেখের ছেলে দেলোয়ার হোসেন ও নড়াইল জেলার সিংগাশোলপুরের তারাপুর গ্রামের মান্নান শিকদারের ছেলে হাসিব শিকদারসহ ৬ জনকে ২ হাজার টাকা করে জরিমান করেন ভ্রাম্যমান আদালত।

২৩ অক্টোবর (শনিবার) বিকেলে তাদের এ জরিমানা ও জেল প্রদান করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাসিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, প্রকাশ্যে মাদক সেবনের দ্বায়ে দুই আসামীকে দেড় মাসের জেল দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জনকে ১৮৬৭ ও ২৬৯ ধরায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।