মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক বর্তমান সরকারের উন্নয়নের সফলতার ফিরিস্তি বর্ননা করে বলেছেন, “মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি ৭১ এর পরাজিত ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সেটাকে বারবার নশ্যাৎ করতে চেয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাসহ জাতীয় চার নেতা হত্যা, বুদ্ধিজীবি হত্যা ও ২০০৪ সালের গ্রেনেড হামলা চালিয়ে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও হত্যাচেষ্টার মত নৃশংস ও পৈশাচিক ঘটনার জন্ম দেয়ার পরও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে নির্মুল করতে নৌকা মার্কায় ভোট দেয়া ছাড়া কোন বিকল্প নেই।
তিনি আরও বলেছেন, সোনার বংলা গড়তে, ভোট দিন নৌকাতে”। ২৭ জানুয়ারী (বুধবার) বিকাল থেকে রাত পর্যন্ত চলা নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেছেন।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বসুর সভাপতিত্বে কালিয়া ডাক বাংলো চত্বরে বিকাল ৪ টা থেকে রাত পর্যন্ত চলা ওই কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক অ্যাড. সুজিত কুমার অধিকারী, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড. আইউব আলী ও মো. শাহীদুল ইসলাম শাহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হারুনার রশিদ, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন বশির ও সাধারন সম্পাদক মো. ফোরকান মোল্যা, সালামাবাদ ইউপির চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ, হামিদপুর ইউপির চেয়ারম্যান পলি বেগম, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি জামান হোসেন জন ও সাধারন সম্পাদক আনু মহম্মাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ ও সাধারন সম্পাদক রাইসুল ইসলাম পান্নু, পৌর ছাত্রলীগের সভাপতি মো. তানবীরুল ইসলাম ও সাধারন সম্পাদক প্রশান্ত দাশ প্রমূখ। নির্বাচনী কর্মী সমাবেশটি সঞ্চালনা করেছেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্ত্র বসু দেশের শত্রু, অপশক্তিকে রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে ৩০ জানুয়ারীর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করতে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। কালিয়া পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরা পৌরবাসির কাছে ভোট ভিক্ষা করে বলেছেন, ৩০ জানুয়ারীর নির্বাচনে জয়ী হয়ে তিনি কালিয়া পৌর বাসির পাহারাদার হতে চান।