
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রেজা ফিটনেস ক্লাব উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার পৌর কিচেন মার্কেটের তৃতীয় তলায় এ ক্লাবটি উদ্বোধন করা হয়।
বডিবিল্ডার মিস্টার নাজমুস সাকিব ভূঁইয়া ফিতা কেটে আধুুনিক এ জিমটি উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন খান, মিজানুর রহমান বুলবুল, এস এম ইস্রাফিল, যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, বুলবুল আহম্মেদ হাজরা, রেজা ফিটনেস ক্লাবের সত্ত্বাধিকারী রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন ।
রেজা ফিটনেস ক্লাবের সত্ত্বাধিকারী রেজাউল করিম রেজা নবধারা কে বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। একটি মানুষ সুস্থ থাকলে সে মানসিক ভাবেও ভালো থাকে। এ জন্য আমি আমার উপজেলার যুব সমাজের কথা চিন্তা করে এ ক্লাবটি করেছি। আমার এ ক্লাবে জিমের সকল আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এলাকার যুবকেরা নাম মাত্র খরচে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে জিম করতে পারবে।