Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হত্যা মামলায় ৫জনের ফাঁসির আদেশ

MEHADI HASAN
অক্টোবর ২৬, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা  প্রতিনিধি, গোপালগঞ্জঃ

 গোপালগঞ্জের মুকসুদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামীর প্রত্যককে ফাঁসির আদেশ ও ৫০হাজার টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন। আসামীদের সবাই পলাতক রয়েছে। ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পারস্পরিক যোগসাজসে হত্যা করা হয়।

বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার ৫ আসামীকে(পলাতক)ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০হাজার করে টাকা জরিমানার আদেশ দেন।

আসামীরা হলেন-মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মোঃ মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মোঃ মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মোঃ কাঞ্চন ফকিরের ছেলে মোঃ কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মোঃ আল আমিন মোল্লা।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মোঃ আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।মামলার বাদী ছিলেন নিহতের স্ত্রী সুলতানা বেগম।

 

মামলার বিবরনে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পরষ্পর যোগসাজসে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়।পরের দিন ৩ জুন নদীর পানি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায় ৫জনকে আসামী করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন(মামলা নং-০৫)।

বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার ৫ আসামীকে(পলাতক)ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০হাজার করে টাকা জরিমানার আদেশ দেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।